Logo

আন্তর্জাতিক    >>   পাম বন্ডি হবেন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

পাম বন্ডি হবেন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

পাম বন্ডি হবেন যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল

ডোনাল্ড ট্রাম্পের নবনির্বাচিত প্রশাসনের জন্য যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে পাম বন্ডির নাম ঘোষণা করা হয়েছে। ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল বন্ডি ম্যাট গেটজের স্থলাভিষিক্ত হবেন। যৌন অসদাচরণের পুরোনো অভিযোগ নতুন করে বিতর্কের সৃষ্টি করায় গেটজ তার মনোনয়ন প্রত্যাহার করেন। শুক্রবার (২২ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

ম্যাট গেটজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তার মনোনয়ন প্রত্যাহারের কথা জানান। তিনি বলেন, "আমি ট্রাম্প প্রশাসনের বিভ্রান্তি এড়াতে চাই। ওয়াশিংটনে অকারণ ঝগড়া করে সময় নষ্ট করার সুযোগ নেই।"

ট্রাম্প প্রশাসনের জন্য গেটজকে এক সপ্তাহ আগেই অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। তবে গেটজের বিরুদ্ধে যৌন অসদাচরণ ও মাদক গ্রহণের পুরোনো অভিযোগ নতুন করে সামনে আসায় এ সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। অভিযোগে বলা হয়, গেটজের একটি ১৭ বছর বয়সী মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক ছিল। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন।

যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস থেকে গেটজ এর আগেই পদত্যাগ করেন। "এথিক্স কমিটির" তদন্তে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠে আসে। সিনেটরদের একাংশ ট্রাম্পের সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বলেন, নৈতিকতাবিষয়ক প্রতিবেদন প্রকাশের আগেই গেটজকে মনোনীত করা ঠিক হয়নি।

বিতর্ক এড়াতে ম্যাট গেটজ সরে দাঁড়ালে পাম বন্ডির নাম সামনে আসে। বৃহস্পতিবার ট্রাম্প ঘোষণা দেন যে বন্ডি নতুন অ্যাটর্নি জেনারেল হবেন। ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন বন্ডি। দেশটির তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যের শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে তিনি সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পাম বন্ডি "আমেরিকা ফার্স্ট" নীতির জন্য কাজ করেছেন এবং আসন্ন ট্রাম্প প্রশাসনের নীতি গঠনে সহায়তা করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, গেটজের তুলনায় বন্ডি কম বিরোধিতার মুখোমুখি হবেন।

ম্যাট গেটজ তার পোস্টে বলেন, "আমি ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাসের সবচেয়ে সফল প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই। তাই বিভ্রান্তি এড়ানোর জন্য আমি সরে দাঁড়াচ্ছি।" ট্রাম্পের ডিপার্টমেন্ট অফ জাস্টিস (ডিওজে) প্রথম দিন থেকেই কাজের জন্য প্রস্তুত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পাম বন্ডির মনোনয়ন সিনেট থেকে সহজেই অনুমোদন পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। যৌন অসদাচরণ ও মাদক গ্রহণের বিতর্কের মধ্যে ট্রাম্পের এ সিদ্ধান্ত প্রাসঙ্গিক ও সময়োচিত বলে মনে করা হচ্ছে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert